ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে শিশুসহ চারজন নিহত
- Update Time : ০১:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ব্রিজ এলাকায় লেভেল ক্রসিংয়ে খুলনাগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আজ শুক্রবার ১৬ অক্টোবর বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অভয়নগর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ জানান,নড়াইলের বাসিন্দা ইঞ্জিনিয়ার হিরক ও তার বন্ধু আশরাফুল তাদের পরিবার নিয়ে অভয়নগরে নবনির্মিত এলবি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকেল পৌনে ৫টার দিকে নওয়াপাড়া ভৈরব ব্রিজ এলাকার লেভেল ক্রসিং পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা নামে একটি লোকাল ট্রেনের সঙ্গে তাদের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হিরক (৩৫) ও এক নারী (৩০) মারা যান।জানা গেছে, স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে পাঁচ বছরের এক মেয়ে শিশু মারা যায়। অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা হাসপাতালে নেওয়ার পর সেখানে আশরাফুল মারা যান। আহতদের মধ্যে একজন নারী ও এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসএস//