জরুরি অবস্থার মধ্যেই থাইল্যান্ডে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ
- Update Time : ১১:৩১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : জরুরি অবস্থার মধ্যেই রাজতন্ত্রবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে পরেছে থাইল্যান্ড । সরকার বিক্ষোভ থামাতে জরুরি অবস্থা জারি করলেও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করেছে দেশটির ফ্রি ইয়ুথ গ্রুপ।
খানা রাতসাডোন (পিপলস পার্টি ২০২০) ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন অন্যায়ভাবে তাদের চার নেতাকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। একই সাথে তারা ব্যাংককে জরুরি অবস্থা জারিকে সরকারের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে। জরুরি অবস্থা জারি হলেও ফ্রি ইয়ুথ গ্রুপ বৃহস্পতিবার বিকেল ৪টায় বিক্ষোভের ডাক দেয়। জরুরি অবস্থা কার্যকর হওয়ার পরপরই দাঙ্গা পুলিশ প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে থাকা বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বিক্ষোভকারীরা অস্থায়ী ব্যারিকেড তৈরি করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেও পারেনি। বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার পর রাস্তায় কয়েক শ’ পুলিশ দেখা গেছে। এ ছাড়া ‘ভীতিকর’ ও ‘জাতীয় নিরাপত্তায় হুমকি’ তৈরি করতে পারে এমন সংবাদ প্রকাশও নিষিদ্ধ করা হয়েছে এতে। জরুরি অবস্থা জারির ফলে যেকোনো সুনির্দিষ্ট এলাকায় মানুষের প্রবেশ আটকাতে পারবে কর্তৃপক্ষ। দেশটির সরকার বলছে, রাজকীয় মোটর শোভাযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি, অস্থিতিশীলতা, অর্থনৈতিক ক্ষতি এবং করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই জরুরি ব্যবস্থা নেয়া হয়েছে।
এসএস//