কিংস ইলেভেন পাঞ্জাবের স্বস্তির জয়
- Update Time : ১১:৫১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : খেলার শেষ ৬ বলে দরকার ২ রান। ক্রিজের দুই প্রান্তে আছেন গেইল ও রাহুল। কিন্তু শেষ ওভারেই দেখা দিল দারুণ উত্তেজনা। বেঙ্গালুরুর বোলার যুবেন্দ্র চাহালের বলিংতোপে ম্যাচের পরিস্থিতি তখন হয় টান টান উত্তেজনা । প্রথম দুই বলে রান এলো না। তৃতীয় বলে গেইল নিলেন এক রান। ম্যাচ তখন টাই। চতুর্থ বলে রাহুল রান নিতে পারলেন না। পঞ্চম বলে অফ স্ট্রাইক প্রান্ত থেকে রান নিতে গিয়ে রান আউট গেইল। শেষ বলে দরকার এক রান, না নিতে পারলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। চমক দেখালেন ব্যাট হাতে নামা নিকোলাস পুরান। হাঁকালেন দারুণ এক ছক্কা। হারতে হারতে অবশেষে কিংস ইলেভেন পাঞ্জাব পেল স্বস্তির জয়।
ম্যাচে আগে ব্যাট করতে নামা বেঙ্গালুরু করে ৬ উইকেটে ১৭১ রান। জবাবে ২ উইকেটে ১৭৭ রান করে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৬১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক লোকেশ রাহুল। এক চার, ছক্কা হাঁকিয়েছেন ৫টি। ম্যাচ সেরা তিনিই।
আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ২৫ বলে করেন ৪৫। তিনি হাঁকান ছয়, চারটি চার। প্রথম ম্যাচে খেলতে নেমে গেইল করেন ৪৫ বলে ৫৩ রান। ছক্কা ৫টি, চার মাত্র একটি। পুরান একটি বলই মোকাবেলা করতে পেরেছেন, তাতেই জয়সূচক ছক্কাা। সব মিলিয়ে দাপুটে এক জয়ই পাঞ্জাবের। এর আগে বেঙ্গালুরুর হয়ে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রান আসে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকেই। ৩৯ বলে তিনি করেন ৪৮ রান। দুবে ২৩, ফিঞ্চ ২০ রান করেন। মরিস ৮ বলে থাকেন ২৫ রানে অপরাজিত।
এসএস//