শিরোনাম:
কামরাঙ্গীরচরে ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত
- Update Time : ১০:২৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : কামরাঙ্গীরচরে ইজিবাইকের ধাক্কায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার (১৬অক্টোবর) সকাল ১০টার সময় হাজারীবাগ-কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে সড়কটি কিছু সময়ের জন্য অবরোধ করে রাখে স্থানিয় বাসিন্দারা।
এ ঘটনায় ইজিবাইকটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। নিহত শিশুটির নাম রাব্বি। পরিবারের সঙ্গে সে কামরাঙ্গীরচর এলাকায় থাকত। তার বাবা একজন রিকশাচালক।
কামরাঙ্গীরচর থানা পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় শিশুটি নিহত হয়েছে। ইজিবাইকটি জব্দ ও চালকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এসএস//