এন আর বি ব্যাংকের পরিচালক বদিউজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- Update Time : ০৮:৪৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ২৭ Time View
নিজস্ব প্রতিবেদক : এন আর বি ব্যাংকের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদ পাচারের অভিযোগ রয়েছে।
জানা গেছে, বদিউজ্জামানের ৩৮২ কোটি টাকার সম্পদ থাকলেও কোনো আয়কর নথি নেই। শুধু ব্যবসায়িক প্রয়োজনে ২০১৪ সালে তিনি ই-টি আই এন খুলেছেন। তবে আয়কর রির্টান জমা দেননি।
সেন্ট্রাল ইন্টেলিজেন্স জাতীয় রাজস্ব বোর্ড থেকে এন আর বি ব্যাংকের পরিচালক বদিউজ্জামান ও তার দুই স্ত্রী, ছেলের হিসাব চেয়ে চিঠি দেয়। বদিউজ্জামানের বিরুদ্ধে এডভান্স হোম প্রাইভেট লিমিটেড ও ফিনিক্স লিমিটেডের বিশাল অংকের শেয়ার কেনা ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ সহ অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। ২০১৯ সালে নভেম্বরে তলব করলে তিনি দুদকে হাজির হননি।
তিনি বর্তমানে সিঙ্গাপুরে পালিয়ে আছেন বলে দুদক এর মাধ্যমে জানা গেছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স জাতীয় রাজস্ব বোর্ডের উপ-পরিচালক ওয়াকিল আহমদ স্বাক্ষরিত আয়কর অধ্যাদেশ এর ধারা ১৩৩ এফ অনুযায়ী হিসাব বিবরণী চেয়ে এনআরবি ব্যাংকের পরিচালক বদিউজ্জামান ও তার দুই স্ত্রী এবং ছেলের হিসাব চেয়ে নোটিশ প্রদান করেছে।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ময়মনসিংহ জেলার ভালুকা থানার প্রায় দশ কোটি টাকা মূল্যের ১৪৮ বিঘা ভূমির উপর বদিউজ্জামানের এডভান্স ইন্ডাস্টিয়াল পার্ক রয়েছে। জোয়ার সাহারা মৌজায় জগন্নাথপুরে ১১ কাটা ভূমিতে তৈরি করা ৯ তলা আবাসিক ভবন যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। এছাড়া বসুন্ধরা বাড়িধারা এফ ব্লকের প্রায় ১০ কোটি টাকা মূল্যের আবাসিক বাড়ী রয়েছে ঐ বাড়ীর দলিল তার স্ত্রীর নামে।
বদিউজ্জামানের জ্ঞাত আয় বহুর্ভুত ৩৫২ কোটি টাকার তথ্য পেয়েছে দুদক। ২০১৪ সালে আয়কর নথি খুলেন তিনি অথচ এখনো আয়কর বিবরণী দাখিল করেননি। তবে বিষয়টি তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স জাতীয় রাজস্ব বোর্ড।
এসএস/