শিরোনাম:
অভিনেত্রী ববিতার নামে প্রতারণা: মামলার প্রস্তুতি
- Update Time : ১২:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ২ Time View
বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী ববিতা ও তার ছেলে অনীকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নানা প্রতারনা করা হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি।
ববিতা জানান, তিনি সোশ্যাল মিডিয়া একদম পছন্দ করেন না। তার কোনো ফেসবুক আইডিও নেই। কিন্তু দীর্ঘদিন ধরে শুনে আসছেন তার আইডি রয়েছে। পরিচিতজনরা তাকে জানান তারা নাকি তার সঙ্গে ফেসবুকে আছেন। এসব আইডি দিয়ে প্রতারণা করা হচ্ছে বলে তিনি জানান।
ববিতা বলেন, বিষয়টি নিয়ে আমি বিব্রত। আমি এই বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার একমাত্র সন্তান অনীক এখন কানাডায় রয়েছে। সবার প্রতি অনুরোধ এ ধরনের ফাঁদে কেউ পা দেবেন না।
অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শক মাতিয়েছেন এই অভিনেত্রী। চলচ্চিত্র ক্যারিয়ারে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে রয়েছেন ববিতা।
এসএস//