শিরোনাম:
সায়েম হত্যা মামলার দুই আসামী গ্রেফতার
- Update Time : ১১:৫৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১ Time View
জহিরুল হক বাবু কুমিল্লা প্রতিনিধি : চাঁদপুর পুরাতন বাজার ডিগ্রী কলেজের ছাত্র মোঃ নাহিদুল ইসলাম সায়েম হত্যা মামলার দুই আসামী গ্রেফতার হয়েছে। কুমিল্লার লাকসাম উপজেলার নগরীপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে নিহত সায়েম। গ্রেফতার কৃতরা হলেন,লিংকন পাটেয়ারী (২৬) ও তাঁর ছোট ভাই এ.এস.এম মিনহাজুল ইসলাম লিপন পাটোয়ারী (২০)। আটক দুই জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশের একটি দল।
পুলিশ সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৪ জুলাই সকালে একই এলাকায় অজ্ঞাত ৪/৫ জনের একটি দল নাহিদুল ইসলাম সায়েম’কে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার চার দিন পর ৮ জুলাই চিকিৎসাধিন অবস্থায় সায়েমের মৃত্যু হয়। ওই দিনই নিহত সায়েমের মা পারুল বেগম বাদী হয়ে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এসএস//