ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি পুকুর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ১৫ অক্টোবর ভোরে উপজেলার ধর্মগড় ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ওই গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন (৩২),তার মেয়ে আঁখি (১১) ও ছেলে আরাফাত (৪)।
জানা গেছে, ভোর সকালে পুকুরের পানিতে মরদেহগুলো ভাসতে দেখে প্রতিবেশীরা উদ্ধার করে থানায় খবর দেয়।
রাণীশংকৈল থানা পুলিশ জানায়, ভোরে ওই গ্রাম থেকে স্থানীয় লোকজন ফোন করে আমাদের জানান পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএস//