সারাদেশ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের মাস্টার বাড়ি এলাকায় বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।
গাজীপুর মেট্রোপলিটন থানা পুলিশ জানায়, মাস্টার বাড়ি এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেটের পাশে গাজীপুর-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এসএস//
Leave a Reply