নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনার কারনে দেশে আটকে পরা প্রায় সাড়ে ১২ হাজার প্রবাসী কাতার ফেরত যেতে চান। কুটনৈতিক প্রক্রিয়া সহজ করে কাতার ফিরে যেতে সরকারের কাছে দাবি জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছেন তারা।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিভিন্ন দাবি জানান প্রবাসীরা।
এ সময় প্রবাসীরা বলেন, আমরা আটকে পড়া কাতার প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা। আমরা প্রায় সাড়ে ১২ হাজার প্রবাসী আমাদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমরা নিজ কর্মস্থলে ফিরে যেতে চাই।
তারা আরও বলেন, কাতার ফিরে যেতে রি-এন্ট্রি পারমিশন সহজ করতে হবে। এর জন্য আমরা প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আকুল আবেদন করছি। পারমিট জটিলতা সহজীকরনের মাধ্যমে আমাদের কাতার ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন।
সোহাগ/মোশারফ হোসেন//
Leave a Reply