করোনাভাইরাসের কারণে আসন্ন যুব এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত হয়েছে। আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আসরটি। আসরটি ২০২১ সালে অনুষ্ঠিত হতে পারে।
বাংলাদেশের জন্য হতাশার খবর, এশিয়া কাপকে সামনে রেখে কিছু দিন আগে দল নিয়ে পরিকল্পনা নিয়েছিল। এই টুর্নামেন্টের মাধ্যমে গঠিত বয়স ভিত্তিক দলেক নতুন করে মূল্যায়নের সুযোগের আশা করছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
চলতি বছর আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। বিশ্বকাপের পর এশিয়া কাপই ছিল বাংলাদেশ যুব দলের প্রথম টুর্নামেন্ট। করোনার কারণে ক্রিকেট থেকে দূরে ছিল তারা।
বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এইএম কাওসার এ ব্যাপারে বলেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ স্থগিত হয়েছে, যা ২০২১ সালে অনুষ্ঠিত হতে পারে। আগামী বছর উপযুক্ত সময়ে আয়োজন করতে পারে এসিসি।’
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং বাছাইপর্বের দুটিসহ মোট আটটি দল নিয়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।